ডেমো অনুশীলন তত দিনই করা উচিত যতদিন না আপনি একজন দক্ষ ট্রেডার হয়ে উটছেন।আর দক্ষ ট্রেডার হতে গেলে আপনার কত সময় লাগবে তা কেউই বলতে পারবে না।পাশাপাশি আপনাকে মার্কেত সম্পর্কে অনেক পরাশুনা করতে হবে।তবে আমার মতে মিনিমাম ৬ মাস ডেমো প্র্যক্টিস করলে মোটামুটি একজন দক্ষ ট্রেডার হওয়া যাবে।