ডেমো প্রাকটিস এর জন্য নির্ধারিত কোনো সময় সীমা নেই তবে ধারনা করা হয় যে কোনো সিস্টেম এর দক্ষতা কেমন তা পরিক্ষা করার জন্য কমপক্ষে ১০০ টি ট্রেড ডেমোতে করা ভালো । যদি ১০০ টি ট্রেডের মধ্যে ৫০-৬০ টি ট্রেড লাভ করতে পারেন তাহলে সেই সিস্টেম ভালো এতে কোনো সন্দেহ নেই । আসলে ডেমো ট্রেড নিজেকে গঠন করার জন্য করা হয় না । ডেমো ট্রেড করা হয় সিস্টেম এর নিশ্চয়তার হার নিরুপনের জন্য ।