হ্যা,আমি আপনার সাথে একমত। আমাদের লসের ট্রেডগুলো অনেক বেশি পিপস নিয়ে লস হয় অথচ লাভ করা ট্রেডগুলো কম পিপস লাভ করে থাকি। অথচ পরক্ষনে দেখি যে, লাভ করা ট্রেড যদি অল্প পিপস লাভেই বন্ধ করে না দিতাম তবে আমাদের আরো অনেক বেশি পরিমান পিপস লাভ হত। তাই ,আমরা যদি যথাযথভাবে স্টপ লস ব্যবহার করা শিখি তবে আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে।