দক্ষ ট্রেডারদের অনেকগুলো গুণের অধিকারী হতে হবে ঃ-
(ক) মেটাট্রেডার-৪ সফটওয়্যার সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে।যাতে যে কোন পরিস্থিতিতে সফটওয়্যার নিয়ন্ত্রন করা যায়।
(খ) লোভ থেকে দূরে থাকতে হবে। লোভ ফরেক্স ব্যবসার জন্য ধ্বংসাত্মক।
(গ) টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর সমন্বয়ে নিজস্ব এনালাইসিস করতে হবে।
(ঘ) নিজস্ব ট্রেডিং কৌশল আবিস্কার করতে হবে। অন্যের দেয়া সিগন্যাল এরিয়ে চলতে হবে।
(ঙ) মানি ম্যানেজমেন্ট ও রিস্ক রেশিও সঠিক ভাবে পালন করতে হবে।
(চ) মূলধনের নিরাপত্তা নিশ্চিত করতে লিভারেজ কমিয়ে রাখা।
(ছ) একসাথে অনেক কারেন্সি বা অধিক ট্রেড নেয়া থেকে বিরত থাকা।
(জ) লসকে মেনে নিয়ে লাভের প্রত্যাশা করা।
--এই যোগ্যতা নিয়ে যখন ট্রেড করবেন তখন আপনার লস কমে আসবে এবং লাভ বাড়তে থাকবে। আর একটা কথা বিশেষ ভাবে লক্ষ্যনীয় যে, কোন ট্রেড লস হলে স্বাভাবিক ভাবে মেনে নিন। নতুন করে এনালাইসিস করে আবার ট্রেড দিন, লস রিকোভারি করার জন্য মরিয়া হয়ে যাবেন না।