আমি টেকপ্রফিট ব্যবহার করি কিন্তু স্টপলস ব্যবহার করি না। দেখা যায় মার্কেট প্রাইস স্টপলস হিট করে আবার আগের জায়গায় যায়। তাই আমি ছোট লটে ট্রেড করি অনেক বেশী পরিমান ব্যাকআপ পিপস রাখি।আপনি এই পদ্ধতি যদি ম্যানুয়ালী করতে না পারেন তবে লিভারেজ কমিয়ে দিন দেখবেন বড় লটে ট্রেড ওপেন হচ্ছে না।