পাউন্ডের এ পতন রোধ কেবল মার্কিন ডলারের অবস্থার উপরই নির্ভর করছে । ব্রেক্সিটের জন্য যুক্তরাজ্যকে শাস্তি দেওয়া হবে। ইউরোপীয় ইনিয়নভুক্ত অন্যান্য দেশ যেন সংগঠনটি থেকে বেরিয়ে যেতে সাহস না করে । ইইউকে রক্ষা করা এখন এর জনক ফ্রান্স ও জার্মানির দায়িত্ব ।