ত্রেদার যতই দক্ষ হউক না কেনো যদি মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করে তাহলে ট্রেদারের ভুলে লস হতেই পারে মানি ম্যানেজ মেন্ট ছাড়া কখনই ট্রেড থেকে প্রফিট করা যায় না কারন মানি ম্যানেজমেন্ট এর উপর নির্ভর করে ট্রেড এর লট নির্ধারন করা হয় এবং এর উপরি ট্রেড রিস্ক নির্ভর করে।