আপনার কথার সাথে আমি একমত প্রকাশ করছি আমাদের মধ্যে এমন অনেক আছে যারা মাকেট একটু উঠা নামা করলে মানি মেনেজমেন্ট ভুলে গিয়ে অতিারক্ত ভলিউমে ট্রেড করে যার ফলে একাউন্ট ছিড়ে যায় মানে একাউন্ট জিরো হয়ে যায় যা আমি আগে করতাম।ফরেক্সে মানিম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা মানিম্যানেজমেন্ট এর যথার্থতার উপরেই মূলত নির্ভর করে আমাদের লাভ লোকসানের পরিমাণ। আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা নিশ্চই অনেক টাকা বিনিয়োগ করি এই মার্কেটে। আর সেই বিনিয়োগকৃত টাকার যথার্থ ব্যবস্থাপনা করাই হলো মানিম্যানেজমেন্ট যে যত বাস্তবসম্মত মানিম্যানেজমেন্ট করতে পারবে সে তত ভালো একজন ট্রেডার হতে পারবে।সঠিক মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্সে লাভ করা যায় না। ফরেক্সে সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করলে লস এর পরিমাণ কম হয়, অন্য দিকে খুব ভাল লাভ হয়।