মনে করেন গত কালকের ওপেনিং প্রাইজ, ক্লোজিং প্রাইজ, হাই প্রাইজ এবং লো প্রাইজ এই চারটির মধ্যবর্তী যে প্রাইজটা সেটাই এখানে পিভট পয়েন্ট । এখন রেজিস্ট্যান্স হচ্ছে সর্বোচ্চ হাই প্রাইজ মানে মার্কেটের মধ্যে সবচেয়ে হাইতে যে প্রাইজটা, আর মার্কেটের সবচেয়ে লো প্রাইজ যেটা সেটাই হচ্ছে সাপোর্ট ।