বিভিন্ন ওয়েবসাইটগুলোর দেয়া ট্রেডিং সিগন্যালগুলো অন্ধভাবে অনুসরন করা থেকে বিরত থাকুন । আমাদের নিজেদের করা এ্যানালাইসিস আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে । কিন্তু অন্যের দেয়া সিগন্যাল আমাদেরকে বিভ্রান্ত করে ।বেশি লোভে পড়ে আমরা বড় লটে ট্রেড করি,ওভার ট্রেড করি,সঠিক ভাবে মানি মেনেজমেন্ট ফলো করি না৷ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি।