আপনি যে কারন গুলোর কথা বলেছেন সেগুলোর চেয়ে ও লস খাওয়ার অন্যতম বড় কারন হল অতিরিক্ত রিক্স নিয়ে বড় বড় লটে ট্রেড করা এবং লোভ করা। তবে আপনার কথাগুলোও গুরুত্বপূর্ণ আমরা যদি এগুলো পরিহার করতে পারি তাহলে আমরা সফল হতে পারব এবং আমরা লসকে বিদায় জানাতে পারব।অধিকাংশ ট্রেডার অনেক কারণে লসে পড়ে যায়। সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লস ঠেকাতে হবে। আমরা এই লসের জন্য সমস্যায় পড়ে যাই এই ক্ষতিগুলো হলঃ লোভ,, ধৈর্য্য,,লিভারেজ,,আ াদের নিজেদের করা এ্যানালাইসিস আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।কিন্তু অন্যের দেয়া সিগন্যাল আমাদেরকে বিভ্রান্ত করে।অামরা বুঝে শুনে ট্রেড করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব।