ফরেক্স মার্কেট খুবই লাভজনক একটা ব্যবসা । আর এই জন্যই ফরেক্স ট্রেডিং বর্তমানে এত জনপ্রিয় । আমরা যদি ইচ্ছে করি তাহলে ঘরে বসে ট্রেডিং করে অর্থ উপার্জন করতে পারি । ফরেক্স মার্কেট খুবই জটিল একটা ব্যবসা । তাই প্রথমে আমাদেরকে ফরেক্স মার্কেটে ট্রেডিং করা শিখতে হবে । তবেই এই মার্কেট থেকে আমরা অর্থ উপার্জন করার সক্ষমতা অর্জন করব ।
ফরেক্স কেন এত জনপ্রিয় তার হাজার হাজার কারণ রয়েছে।আমাদের দেশে কেন ফরেক্স এত জনপ্রিয় তার কিছু কারণ আমি বলছি-
# আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী তাদের লেখাপড়া শেষ করছে।সেই হিসাবে সরকার কিংবা বেসরকারী উদ্যেক্তরাও তাদের সকলের কাজের ব্যবস্থা করতে পারছে না।তাই তারা যখন ফরেক্স সম্বন্ধে জানতে পারছে তখন ফরেক্সের দিকে ঝুকছে।
#এটা সম্পূর্ণ স্বাধীন একটা ব্যবসা।রাত দিন যেকোন সময় করতে পারবেন ২৪ ঘন্টাই খোলা থাকে।
#এটা পার্টটাইম এবং ফুলটাইম দুই ভাবেই করা যায় এজন্য যারা চাকুরীজীবি কিংবা ছাত্র তারা পার্টটাইম হিসাবে করছে।
#এটা ঘরে বসেই আপনি করতে পারছেন আপনাকে কোথাও যেতে হচ্ছেনা সম্পূর্ণ মুক্ত একটা পেশা।
#এখানে আপনি কোন বিনিয়োগ না করেও ফোরামে নিয়মিত পোস্ট করে ফোরাম হতে প্রাপ্ত বোনাস দিয়ে ট্রেড করতে পারবেন।আমাদের দেশের বেকারদের জন্য এটাই ইনভেস্ট না করে একটা ব্যবসা।
#এখানে আপনি সর্বনিম্ন ১ ডলার বিনিয়োগ করেও ট্রেড করতে পারবেন।
উপরের এসব বিষয়গুলোর আলোকে আমাদের দেশে দিন দিন ফরেক্স আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

Thread: 


