না আমার কাছে কখনই ফরেক্স ট্রেডিংয়কে জুয়া বলে মনে হয়নি তবে কেউ যদি ফরেক্স ট্রেডিং দক্ষতা ছাড়াউ এখানে এসে ট্রেড করে রাতারাতি বড় লোক হওয়া সম্ভাব এই ধারনা নিয়ে ফরেক্সে আসে তবে সেটি তার কাছে জুয়া ছাড়া কিছুই নয়।ফরেক্স ট্রেডিং অনেক দক্ষতা,অভিজ্ঞতা,মেধার ব্যাবসা বলে আমার কাছে মনে হয়।