ফরেক্স বাজার আমি জুয়া বাজার বলবো না।কারন যারাই ফরেক্স করেন অনেক পরিশ্রম করে করেন কেও এমনি চাইলে লাভ করতে পারেন না।আর ফরেক্স ট্রেড অনেক পরিশ্রম করে শিখতে হয় অভিজ্ঞ হতে হয় জ্ঞ্যানী হতে হয় কোশলী হতে হয় তার পর সে ট্রেড করে বিজনেস করে টাকা আয় করে।তাই ফরেক্স বিজনেস কে জুয়া বলতে পারবো না।