ফরেক্স এর মুলনিতি আপনাকে অনেক বেশি জানতে হবে, না জানার আগ্রহ থাকা মানে আপনি লুজার হওয়া। তাই জানার আগ্রহ থাকলে ফরেক্স করেন, না হলে করার প্রয়োজন নেই, কারন কেন অজথা আপনি আপনার ক্যাপিটাল হারাবেন? তাই আমার পরামর্শই হচ্ছে ফরেক্স বিসয়ক বিভিন্ন সাইট ভিজিট করে আগে শিখুন তার পর ট্রেডইং শুরু করুন, আপনি অবশ্যই সফল হবেন ই হবেন। এটা ১০০ ভাগ সত্য। সংগ্রাম না করলে স্বাধীনতা যেমন পাওয়া যায়না, তেমনই না জেনে ফরেক্স থেকে লাভ করা যায়না।