সতিকার অর্থে বতর্মানে অনেক সাইট ফরেক্স এর নাম ভেঙে প্রচার করছে। সত্যিকার অর্থে তাদের সাথে ফরেক্সের কোন রকম যোগাযোগই নেই। তবে তাতের আয় হচ্ছে অন্য পন্থায়। এক্ষেত্রে আমি বলব কিছু সাইট আছে যেগুলো ফরেক্স সম্পর্কে বেশ ভালো টিচ দিয়ে থাকে। যেমন babypips.com বা bdpips.com রংয়েছে। এখানো বেশ দক্ষতার সাথেই ফরেক্স শেখানো হয়। তা ছাড়া অন্য কোন সাইট আছে কি না, তা আমি নিশ্চিত জানি না।