মার্কেট মেকার ব্রোকারে ট্রেড করেন তবে তা ব্রোকারের পকেটে যায় আর যদি ইসিএন বা এনডিডি ব্রোকারে ট্রেড করেন তবে তা অন্য ট্রেডারের পকেটে অথবা ডিরেক্ট মার্কেট এ চলে যায়। যদি আপনি সেটা ইসিএন বা এসটিপি ব্রোকারে করে থাকেন তবে তা চলে যায় মার্কেট এ অথবা স্মার্ট মানিদের কাছে। আপনি নিজেই বাকীটা বুঝে নেন।