আমি এখন সব সময়ে আমার ট্রেডে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করি।আমি যখন একজন নতুন ট্রেডার হিসেবে ফরেক্সে ট্রেডিং শুরু করি তখন স্টপ লস এবং টেক প্রফিট সম্পর্কে তেমন কোন ধারণা ছিল না।ফলে ট্রেডে অনেক লস করতাম এবং লস এর মাত্রা যখন অনেক বেশি হয়ে যেত তখন ট্রেড ক্লোজ করে দিতাম।আবার যখন আমি মার্কেটে অ্যাক্টিভ থাকতাম না এবং পরবর্তীতে যখন আমি মার্কেটে আমার একাউন্টে লগইন করতাম তখন দেখতাম আমার ট্রেড কিছুটা প্রফিট এ গিয়ে আবার লসে চলে গেছে।এমন অবস্থার সম্মুখীন আমি বহুবার হয়েছি।পরবর্তীতে আমি যখন স্টপ লস এবং টেক প্রফিট সম্পর্কে জানতে পারলাম তখন থেকে আমি আমার ট্রেড এ স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার শুরু করি।এতে আমি লসের পরিমাণ কে নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে রেখে প্রতিটি ট্রেড থেকে কাঙ্খিত প্রফিট অর্জন করতে পারি।