হাঁ ডেমো অনুশীলন শুধু আপনার দক্ষতা বিদ্ধি করার জন্য,আমার জানা মতে নতুনদের মিনিমাম ৬ মাস ডেমো অনুশীলন করা উচিত, কারণ একমাত্র ডেমোই আপনার আভিক্ষতা বাড়াতে পারে,আমি অনেক নতুনদের দেধেছি তারা ডেমো অনুশীলন না করে প্রথমমেই মুল অ্যাকাউন্ট এ কাজ করতে গিয়ে অ্যাকাউন্ট জিরো করে ফেলে তাই সবার উচিত প্রথমে ডেমো অনুশীলন করা।