আমি আপনার সাথে একমত। আমরা যারা ফরেক্স ট্রেডিং শুরু করেছি তারা সবাই কমবেশি জানি লিভরেজ হচ্ছে লোন। আমার মূলধনের উপর কত পারসেন্ট লোন নিবো তা আমার উপর নির্ভর করছে। এক এক ব্রোকার হাউজ এক এক রকম লিভারেজ দিয়ে থাকে। লিভারেজ বেশি নিয়ে ট্রেড করার সুবিধা থাকলেও লিভারেজ সর্বনিম্ন নিয়েই ট্রেড করা ভাল। কারণ এতে করে একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা পায়।