ভাই এইসকল পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করে থাকি ,বিশেষকরে প্রথমবার যখনই ডেপোজিট করি তখনই আপনার লিখা এই বিষয়সমূহ মাথায় রেখে অর্থাৎ এই নিয়মগুলো মেনে চলব বলে দৃঢ় প্রতীজ্ঞা করি কিন্তু ট্রেড করার সময় কয়েকটি ট্রেড করার পরই মাথা নষ্ট হয়ে যায় এবং আর নিয়মগুলো মেনে চলতে পারিনা। এনালাইসিস এবং স্ট্র্যাটেজির কোন দোষ নেই। এনালাইসিস এবং স্ট্র্যাটেজি সব সময় সঠিক কাজ করছে কিন্তু আমার ট্রেড প্রফিটে আসার আগেই স্টপলসগুলো ভেঙ্গে আমার ব্যালেন্স প্রায়সই জিরো হয়ে যাচ্ছে। কোনভাবেই লস ঠেকাতে পারতেছিনা। তাই অভিজ্ঞ ট্রেডার ভাইদের কাছে সাহায্য কামনা করছি। বিস্তারিত বিষয়সমূহ একটি পোষ্ট অথবা কমেন্টের মধ্যে জানালে উপকৃত হব আশাবাদী।