ইকোনমিক ডাটা একটি দেশের অর্থনিতির সাথে জড়িত আর্থিক বাজেটের লিষ্ট। প্রতি বছরই প্রতিটি দেশের মধ্যে অর্থনৈতিক বাজেট প্রকাশ করা হয়। এই বাজেটের মাধ্যমে দেশের অর্থনৈতিক মার্কেটে বড় ধরনের পরিবর্তন আসে। এই পরিবর্তনের প্রভাব ফরেক্স মার্কেটেও দেখা যায়। এ সময়ে কোন কারেন্সির মান হঠাক করে কমে বা বেড়ে যায়। এই জন্য প্রতিটি ফরেক্স ট্রেডারকে ইকোনমিক ডাটা সম্পর্কে ধারনা রাখতে হয়।আপনি যখন আপনার ট্রেডিং কার্য করা শুরু করবেন তার আগে আপনি অবশ্যই জানতে চাইবেন যে বর্তমানে বাজারের অবস্থা কেমন আছে বা জানতে চাইবেন এখন ট্রেড করলে লাভ হবে না লস হবে। তাই আপনি ইকোনমিক ডাটা পর্যবেক্ষনের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।এই পরিবর্তনের প্রভাব ফরেক্স মার্কেটেও দেখা যায়। এ সময়ে কোন কারেন্সির মান হঠাক করে কমে বা বেড়ে যায়।