বিজনেস উন্মুক্ত এবং স্বাধীন। যে কেউ এ বিজনেসে যোগ দিতে পারে। তবে তাকে আগে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল ধারণা রাখতে হবে। ট্রেডিং শিখতে হবে। তারপর রিয়েল ট্রেড করে প্রফিট করেত পারা যাবে। আর ফরেক্স থেকে ভাল আয় করা সম্ভবম।অতি সহজে আমি মনে করবো ইনকাম করা যায় যা অন্য কানো ব্যবসা বা প্রতিষ্ঠানে থেকে ইনকাম করা যায় না। তাই বলবে যে ফরেক্স অন্য কাউরো কিনা তা জানি তা কিন্তু আমর জন্য ।