আসলে এখানে নানা গুরুর নানা মত। কেউ বলেন ইনডিকেটর নির্ভর ট্রেডিং সিস্টেম আপনাকে গোল খাওয়াবে। আবার কেউ বলেন আপনি রোবট ব্যবহার করুন আর বসে বসে প্রফিট এর টাকা গুনেন। আমি বলি কি আপনার সিস্টেম আপনি খুজে বের করুন। কেউ বলুক আর না বলুক তাতে কার কি আসে যায়। আপনার সিস্টেমযদি আপনাকে প্রফিট দেয় তবে তাতে কার কি।