নিঃসন্দেহে ফরেক্স মার্কেট একটি ভাল ইন্ডিকেটর । এই ইন্ডিকেটর মার্কেট আপ হবে না ডাউন হবে তা নির্দেশ করে থাকে । ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ ব্যবহার করে ভাল ফল পাওয়া যায় । তবে মুভিং এভারেজ বিভিন্ন পিপসে সেট করা যায়॥ এখন কোন পিপসে সেট করলে মুভিং এভারেজ ভাল কাজ করে তা জানা দরকার ।