সবাই জীবনে সফলতা চায়। ফরেক্স মার্কেটেও তার ব্যতিক্রম নেই। এখানেও সবাই সফলতা চায়। কিন্তু ফরেক্সে তারাই সফল হয় যারা ডেডিকেশন নিয়ে এখানে পড়ে থাকে এবং প্রতিনিয়তই নিজের দক্ষতা বাড়িয়ে চলে। দক্ষতা বৃদ্ধির সাথে সাথে তার সফল হওয়ার পথ মসৃন হয়। আমিও তার ব্যতিক্রম নই। আমিও এখানে সফলতা খুজছি।