ফরেক্স মার্কেটে সফলতা চাইনা এমন কেউ আছে বলে আমার মনে হয় না। আর আমি তার বিকল্প কিছুই নয় আমিও সফলতা খুজছি। তবে ফরেক্স মার্কেটে সফলতা খুজতে হলে প্রচুর ধৈয,শ্রম,অধ্যাবসায় ইত্যাদির প্রয়োজন।এজন্য আমি চেষ্টা করছি এই গুনাবলি আয়ত্ব করতে।