আমাদের সবারই কোন একটা কাজের পেছনে কোন একটা উদ্দেশ্য থাকে। ফরেক্স এ ওই রকম। এখানে আমরা ফরেক্স সম্পর্কে জানার পাশাপাশি তা থেকে কিভাবে ভালো একটা আয় বের করে নিজেদের সুন্দর একটা জীবন গড়া যায় সেটা ই আমরা খুঁজছি। আমি সফলতা খুজে পাওার জন্য এ ফরেক্স এসেছি। আমি আশা করি আমি একজন ভালো ত্রাদার হয়ে নিজেকে আরও উপরে নিয়ে যাব।