আসলে ফরেক্স মার্কেটে ট্রেডটা নির্ভর করে একমাত্র ব্যক্তি তার নিজের পছন্দের উপর। আপনি ফরেক্স মার্কেটে কোন স্টাইলে ট্রেড করতে পচন্দ করেন তা বাচাই করা আপনারেই। আপনি ইচ্ছে করলে যে কোন এনালাইসিস করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। আমি যেমন কেন্ডেল স্টিক ব্যবহার করে ট্রেড করি।