প্রত্যেক ট্রেডারের কাছে নিজস্ব মতামত বা ব্যাখ্যা থাকে যে কেন মার্কেট এভাবে মুভ করছে। আমি, আপনি কিংবা পিপস শিকারি মার্কেট সম্পর্কে যা অনুভব করি এবং সে অনুসারে পজিশন নেই, তাই পরবর্তীতে নতুন মার্কেট সেন্টিমেন্ট তৈরি করতে সাহায্য করে। সব ট্রেডারদের ট্রেড মার্কেটে প্রতিফলিত হয়। আমাদের আগে জানা দরকার কিভাবে প্রফিট অর্জন করতে হয় কিভাবে মার্কেট এনালাইসিস করতে হয়।সাধারনত ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এ দুই এনালাইসিস এর উপর ভিত্তি করে ট্রেডার যেই নিজের মতামত গ্রহন করে থেকে ট্রেড করা।