QuoteOriginally Posted by Realifat View Post
ইসলামী শরিয়তের নিয়ম কানুন অনেক পুরাতন।কিন্তু ফরেক্স অত পুরাতন ব্যবসা না।এজন্য ইসলামী শরিয়াতে ফরেক্স সম্পর্কে সরারসরি কিছুই নেই।এজন্য আমরা ইসলামী নিয়ম মেনে ফরেক্সে ট্রেড করার চেষ্টা করবরবো।সোয়াপফ্রি ট্রেডিং অ্যাকাউন্টে ট্রেড করবো এবং সর্বদা পরিশ্রম এবং ধৈর্য্য সাথে ট্রেড করার চেষ্টা করবো।

ইসলামী শরিয়তের নিয়ম হল এক প্রকার মানদন্ড আর এই মানদন্ডে বিচার করে দেখতে হয় এটা ইসলামী শরিয়ত সম্মত কি না! ইসলামী শরিয়তে ব্যবসাকে হালাল করা হয়েছে । তবে অবশ্যই ব্যবসায় লাভ এবং লস থাকবে,পণ্যটি হালাল হতে হবে,সুদ থাকবেনা, ছলচাতুরি করা যাবেনা অর্থাৎ বলাযায় যা কিছু মানুষের জন্য ক্ষতিকর। এখানে নতুন বা পুরাতুনের কোন বিষয় নেই। এ ক্ষেত্রে বলা যায় এই মানদন্ডটি চিরসবুজ।