ভাই ফরেক্সে একজন ট্রেডারের লাভ/লস নির্ধারন হয়ে থাকে তাঁর দক্ষতার বলে, তার যোগ্যতার ভিত্তিতে। যদি কোন ট্রেডার তার জ্ঞানের আলোকে মার্কেট সম্পর্কে তার অভিজ্ঞতার ব্যাখ্যা ও বিশ্লেষণ সঠিকভাবে সঠিকসময়ে প্রয়োগ করতে পারেন তবেই সে তার লাভ কিংবা লস স্বচক্ষে দেখতে পাবেন। এছাড়াও আরও অনেক কারন রয়েছে লাভ-লসের পেছনে।