আসসালামুয়ালাইকুম, ফরেক্স মার্কেটে ট্রেড খোলা খুবই সোজা। আপনার যদি স্টক মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবে আপনি তা আর তাড়াতাড়ি বুঝতে পারবেন। ।আপনি বাই (buy) অথবা সেল (sell) করবেন। আপনি যখন কোন কোরেন্সিতে সেল দেন সেই কোরেন্সির মুল্য কমে গেলে আপনার লাভ হবে আর যদি কোরেন্সির বাজার মুল্য বেড়ে যায় তবে আপনার লস হবে। ঠিক অপরদিকে আপনি যখন কোন কোরেন্সিতে বাই দেন তখন সেই কোরেন্সির মুল্য কমে গেলে আপনার লস হবে আর যদি কোরেন্সির বাজার মুল্য বেড়ে যায় তবে আপনার লাভ হবে ।