টেকনিক্যাল এনালাইসিস হলো ফরেক্স এর প্রাণ আর এই টেকনিক্যল এনালাইসিস সর্ম্পকে জানতে হলে আপনাকে অবশ্যই আগে ফরেক্স সর্ম্পকে জানতে হবে । আমরা জানি যে ফরেক্স এ মোট তিন প্রকার এনালাইসিস আযে যেমন: ১. টেকনিক্যল ২. ফান্ডামেন্টাল ৩. সেন্টিমেন্টাল । তো আপনাকে ঐসব বিষয়ে জানতে হলে কোন না কোন গুরুর কাছে যেতে হবে । মুলত আপনি যদি প্রথমে টেকনিক্যল সর্ম্পকে জানতে চান তা হলে আপনি কোন শিক্ষাপ্রতিষ্টানে গিয়ে তা শিখতে পারেন।