পিপস্ হচ্ছে দশমিকের পরে চতুর্থ সংখ্যার প্রতিটি একক পরিবর্তন । আর পিপেটিস হচ্ছে দশমিকের পরে প্রতিটি ৫ম সংখ্যার একক পরিবর্তন । পিপস্ এবং পিপেটিস উভয়ের উঠানামার ফলে ফরেক্স মার্কেট এ মূল্যের বিভিন্ন উঠানামা করে । তাই আমার মনে হয় পিপস্ এবং পিপেটিস সম্পর্কে ভাল ধারনা থাকা প্রত্যেক ট্রেডার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ।