এটা সত্যি যে যেকোন কাজ জেনে-বুঝে করাই উত্তম তবে তার মানে এটা নয় যে যারা যানে না তারা আর জানার চেষ্টা করবে না । যারা জানে তারা তো স্বাভাবিক ভাবেই ভালো করবে আর যারা না জানে তারা ও ধীরে ধীরে ভালো করবে।
যেকোনো ব্যবসা থেকে লাভ করতে হলে আগে সেটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর যেকোনো ব্যবসা জানতে হলে আপনাকে আগে অনুশীলন করতে হবে। তাছাড়া জানা সম্ভব না। আর না জেনে ফরেক্স করা মানেই হচ্ছে আগুন নিয়ে খেলা। আপনি বুদ্ধিমান হলে না জেনে কোনোদিন ফরেক্স করতে যাবেন না।