ফরেক্স ট্রেডিং এর জন্য সবচেয়ে বিপদজনক হলো ট্রেন্ডের বিপরীতে ট্রেড এ এন্ট্রি নেওয়া। কখনও ট্রেন্ড এর বিপরীত এ ট্রেড নেওয়া উচিত নয়। অনেক সময় দেখা যায় ট্রেন্ড এ মধ্যে মার্কেট মাঝে মাঝে একটু উপরের দিকে যায় যা কিনা অনেক ট্রেডার সেটাকে ট্রেন্ড পরিবর্তনের চিহ্ন মনে করেন যা কি না ভয়ানক। আমি ও আগে এরকমই কিছু মনে করতাম অনেক সময় তবে এখন যখন একটি ট্রেন্ড শেষ হয় তার কিছু সাইন থাকে যেগুলো দেখে এবং কনফার্ম হয়ে ট্রেড নেওয়ার চেষ্টা করি। আর ট্রেড নেওয়ার সময় তারহুরা করে ট্রেড নিলে ভূল হওয়ার সম্ভাবনা থাকে।