ফরেক্স মার্কেট অত্যান্ত সহজ উপর দিকে গেলে বাই দিবো, নিচের দিকে গেলে সেল দিবো। আমি সেরকমটাই করতে শুরু করি কিছু ১ মিনিট চার্টে ট্রেড করি কয়েক সেন্ট লাভ হয় আবার আরও অনেক বেশী লস হয় এভাবেই চলতে থাকলো কিছু দিন। তারপর ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম এবং জানতে শুরু করলাম ফরেক্স মার্কেট এর রহস্য তারপর ১ বছর পর বুঝতে পারলাম যে, ফরেক্স এত সোজ নয় যে, চাইলেই ট্রেড করে লাভবান হওয়া যাবে। তারপর শুরুকরি শেখা যাই হোক এখনও চলছে এবং চলবে। ট্রেড খোলার পর স্টপ লস না দেয়া একটা বড় সমস্যা। অনেকে এসএল দেয় কিন্তু ট্রেড লসে যাবার সাথে সাথে এসএল মুভ করে লসকে আরো বড় করে ফেলে।