আপনি কত লটে ট্রেড ওপেন করবেন সেটা নির্ভর করবে আপনার মোট ব্যালেন্স এর উপর।অর্থাৎ আপনার ব্যালেন্সের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনি বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন ঠিক তেমনি ব্যালেন্সের পরিমাণ যদি খুব সামান্য বা কম হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ছোট লটে ট্রেড ওপেন করতে হবে। তবে ব্যালেন্স অনুযায়ী উপযুক্ত লট হিসাব করার একটা সহজ উপায় রয়েছে আর তা হলো আপনার মোট ব্যালেন্স কে আপনি 1000 দিয়ে ভাগ করবেন এবং আপনার ভাগফল যা আসবে আপনি সেই পরিমান লটে ট্রেড ওপেন করবেন। এক্ষেত্রে আপনার ব্যালেন্স যদি 100 ডলার হয় তাহলে 100 ডলার কে 1000 দিয়ে ভাগ দিলে যে ফল আসবে সেই পরিমাণ লট সাইজ নিয়ে ট্রেড করতে পারেন। তাহলে আশা করা যায় যে কখনোই আপনার ব্যালেন্স 0 হওয়ার সম্ভাবনা থাকবে না।