বেশী লাভের সম্ভাবনা থেকে তেমনি বেশী লসেরও সম্ভাবনা থাকে । তাই প্রথমে আমাদের কম লটের ট্রেড ওপেন করে মার্কেটের মুভমেন্ট কে আরও স্পষ্ট করে বুঝতে হবে । আর আরও একটি বিষয় না বললেই নয় যে আমরা যখন ক্রমাগত লাভ করতে থাকি তখন আমাদের লট সাইজও আস্তে আস্তে বাড়াতে থাকি কিন্তু রিস্ক পারসেন্টেজ বাড়ছে না কমছে তা খেয়াল করি না । তার পরেও যদি ডিপোজিট করে ট্রেডিং শুরু করতে চান তাহলে আপনি কত লটে ট্রেডিং করবেন এটা অনেকাংশে নির্ভর করবে আপনার ডিপোজিটের উপর। তার পরেও প্রথম অবস্থায় যত কম নটে ট্রেডিং করা যায় ততটাই লাভজনক হবে। এজন্য শুরুতে জিরো ০.০১ লটে ট্রেডিং শুরু করতে পারেন।