QuoteOriginally Posted by expkhaled View Post
ফরেক্স ট্রেড আসলে যত সোজা করে বোঝা যায় তাতেই উত্তম। আমার ট্রেডিং স্ট্রেটেজি প্রাইজ একশন যা কিনা করি সরাসরি চার্ট দেখে ট্রেড করা হয়। চার্টের কেন্ডেলস্টীকের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে ট্রেড করে থাকি। আমি আমার মত করে সহজভাবে চার্টকে স্টডি করি এবং ট্রেড এ এন্ট্রি নিয়ে থাকি। তবে যেকোন সিস্টেম এ ভালভাবে বুঝতে সময় লাগে। অল্প সময়ে কোন কিছুতে সফলতা পাওয়া যায় না। তাই দীর্ঘদিন সময় দিয়ে নিজেকে তৈরী করে নিতে হবে।
প্রাইস একশানের কথা অনেক শুনেছি কিন্তু এখন পর্যন্ত একজনও পেলাম না যে প্রাইস একশনটা সঠিক ভাবে বুঝাতে পারে। অনেকে ওয়েব থিউরী/জিগজ্যাগ/ফিবো এগুলো দিয়ে মার্কেট এর এন্ট্রি খুজে নিয়ে বলে সে নাকি প্রাইস একশন ট্রেডার। আপনি কি রকম ট্রেডার তা যদি একটু খোলাসা করে বলতেন তবে হয়ত বা আমি শিখতে পারতাম। এই বস্তুটার প্রতি একটা অন্যরকম টান অনুভব করি সব সময়। ধন্যবাদ।