ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেডের জন্য অনেক ধরনের ট্রেডিং স্ট্রেটিজি রয়েছে৷যার যার সুবিধা মতো এসব ট্রেডিং স্ট্রেটিজি ব্যবহৃত হয়ে থাকে৷যেমন অনেকেই বিভিন্ন ধরনের একাধিক ইন্ডিকেটরের সমন্বয়ে এনালাইসিস করে ট্রেড করে থাকেন৷ আবার অনেক ট্রেডার আছেন তারা কোনো প্রকার ইন্ডিকেটর ব্যবহার করেন না এবং তাদের ট্রেডিং চার্ট থাকে পরিষ্কার ঝঁকঝঁকা৷আমিও প্রথমে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে করে দীর্ঘদিন practice করেছি৷কিন্তু আমার মনঃপুত হয় নাই বলে অবশেষে সর্বাধিক কার্যকর, সঠিক এবং বাস্তবসম্মত ট্রেডিং স্ট্রাটেজি অর্থাৎ “প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্রাটেজি” ব্যবহার করতে অভ্যস্ত হয়েছি৷এই “প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্রাটেজিতে” শুধুমাত্র কেন্ডেলস্টীকগুলো এনালাইসিস করা হয়৷“প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্রাটেজি” মূলত দুই ভাগে বিভক্ত, যথা- কেন্ডেলস্টীকগুলো এনালাইসিস করা এবং ট্রেন্ড ও সাপোর্ট/রেসিট্যান্স লেভেলগুলো দেখে এন্ট্রি করা৷যেহেতু টেকনিক্যাল এনালাইসিসের মূল বিষয় হচ্ছে ট্রেন্ড ও সাপোর্ট/ রেসিট্যান্স লেভেলগুলো দেখা তাই এই “প্রাইস অ্যাকশন স্ট্রাটেজি” বিশ্বের অধিকাংশ অভিজ্ঞ ও পেশাদার ট্রেডারদের কাছে সর্বাধিক পছন্দনীয় ট্রেডিং স্ট্রাটেজি৷