আসলে ফরেক্স মার্কেট এ বিভিন্ন কায়দায় ট্রেড করা যায়। তাই এক এক জনের সিস্টেম এক এক রকম কেউ বা একটি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করেন, আবার কেউবা একাধিক ইন্ডিকেটর দিয়ে ট্রেড ফিল্টার করেন, অাবার এমনও দেখা যায় যে কোন প্রকারের ইন্ডিকেটর ছাড়া শুধু মাত্র চার্টের ক্যান্ডেলস্টীক দেখেই মার্কেট এ ট্রেড করেন। যে যেই ভাবে চার্ট বুঝতে পারেন সেই অনুযায়ী ট্রেড করেন। আসলে ফরেক্স মার্কেট প্রধান বিষয় হচ্ছে আপনি কোন প্রক্রিয়ায় চার্টকে বুঝতে পারেন সেটাই আপনার উপযুক্ত মাধ্যম।