একজনের ট্রেডিং এর ধরনের উপর নির্ভর করে তার ট্রেডিং চার্ট পরিষ্কার না অস্বচ্ছ। আমি শুধুমাত্র ক্যান্ডেলস্তিক চারতের উপর গুরুত্ব দিয়ে ট্রেড করি তাই আমার কাছে আমার এমটি৪ চার্ট অনেক পরিষ্কার লাগে। যদি চার্টে অতিরিক্ত সাপোর্ট রেসিস্তেন্স আকা থাকে তাহলেও চার্ট টি কে হিজিবিজি দেখাই।