হ্যা ভাই যদি আপনি টেকনিক্যাল এ্যানালাইসিস করে এখানে ট্রেড করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ট্রেডিং চার্ট পরিষ্কার রেখে কাজ করতে হবে, অর্থাৎ* এ্যানালাইসিসগুলো আপনি যে চার্টের মধ্যে করবেন বিভিন্ন ইন্ডিকেটরের সমন্বয়ে, সেগুলো তুলনামূলক ভাবে যেন কম থাকে। তাহলে আপনি মার্কেটটা ক্লিয়ারলী বুঝতে পারবেন এই আর কি। কেননা এখানে অনেককেই লক্ষ করলে দেখবেন যে, তারা তাদের চার্টের মধ্যে একসাথে ৮ থেকে ১০ টা ইন্ডিকেটর নিয়ে ট্রেডিং করেন। তাই আমার মতামত হচ্ছে যতই চার্ট পরিষ্কার রেখে কাজ করবেন, সেটা ততই আপনার ট্রেডিং জন্য সুবিধা হবে।