সেল স্টপ আমরা যখন বুঝতে পারি যে মার্কেট এত উপরে উঠবে এবং সেখান থেকে আবার নামতে পারে এমন অবস্থায় আমরা একটি নির্দিষ্ট স্থানে সেল স্টপ দিয়ে থাকি। তবে আমি যেটা করি সেটা হল সব সময় ট্রেড করার জন্য মার্কেটের অবস্থান বুঝে ট্রেড করি এবং দেখি যে আমার কোন কাজ আছে তখন একটি নির্দিষ্ট প্রাইজ এ সেল স্টপ দিয়ে আমার কাজের জন্য বের হয়ে যায়। মার্কেট যদি উক্ত প্রাইজ হিট করে তাহলে ট্রেড শুরু হয় আর যদি মার্কেট সেই নির্দিষ্ট প্রাইজে না যাই তা হলে কোন অর্ডার হয় না। মুলত আপনার যদি ফরেক্স এ সময় কম দিতে পারেন এবং একটি নির্দিষ্ট প্রাইজে আপনি একটি ট্রেড করবেন তাহলে সেই নির্দিষ্ট প্রাইজে আপনি একটি সেল স্টপ দিয়ে রাখবেন। সেই নির্দিষ্ট প্রাইজ হিট করলেই আপনার ট্রেডটি শুরু হয়ে যাবে।