আমি সকলকে অবহিত করছি যে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় 7:30am এ অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো Retail Sales m/m এর ইকনোমিক নিউজ নিউজ প্রকাশ করবে। এটি একটি মিডিয়াম ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর অস্ট্রেলিয়ান ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 1.3% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.5% । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি অস্ট্রেলিয়ান ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা অস্ট্রেলিয়ান ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।