আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কানাডিয়ান ডলারের জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Inflation Rate (YoY) প্রকাশিত হবে। এই নিউজ প্রকাশের সময় কানাডিয়ান ডলার রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে অনেক বেশি মুভমেন্ট হয়ে থাকে। আগের মাসের রিডিং ছিল 4.1% এবং এনালিস্টরা এ মাসের জন্য ফোরকাস্ট করেছেন 4.3%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে কানাডিয়ান ডলার কে শক্তিশালী এবং Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে কানাডিয়ান ডলার কে দুর্বল করবে। নিউজ প্রকাশের সাথে সাথে মার্কেটে অনেক বেশি ভোলাটিলিটি তৈরি করতে পারে তাই শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডারদের এই সময়ে ট্রেড থেকে দূরে থাকাই ভালো। নিউজ প্রকাশের পূর্বেই টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস এর সমন্বয়ে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইলো।