ব্রিটিশ পাউন্ড জাপানি ইয়েন কম হইতে পুনরায় বাড়তে শুরু করেছে। আমি বর্তমানে বাই ট্রেড করে বসে আছি। আমি আশা করছি মার্রেট যথেষ্ট উপরে উঠবে। তাই আমি বাই মোডে ৩ টি ট্রেড চালু করে রাখছি। মার্কেট আমার কাঙ্খিত সিমানা পর্যন্ত উঠলে সর্বনিম্ন ২০ থেকে ৩০ ডলার লাভ নিতে পারব।