নতুন ট্রেডার এর পক্ষে ট্রেড করা তেমন কঠিন কিছুই না।এরপর বায়ার এবং সেলার এর মাঝে নতুন সামঞ্জস্য বিধান হলে মার্কেট পুনরায় গতিশীল হতে থাকে। বৈদেশিক মুদ্রার ট্রেডিং প্রকৃত সংখ্যার তুলনায় বাজারে প্রত্যাশা আর নিউজে নির্ভরশীল না হয়ে ফরেক্স বিজনেস করতে পারলে আয় করা সম্বভ। নতুনরা যে কোন পরিমাণ আমানত নিয়ে কম ঝুঁকিতে লেনদেন শুরু করতে পারবেন। আরও অভিজ্ঞতা অর্জন করার পর, বেশী মুনাফা অর্জনের জন্য লেনদেনের পরিমান বৃদ্ধি করতে পারবেন। আশা করি বোঝাতে সক্ষম হয়েছি।